thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

হলফনামায় ভুলের জন্য এমপি রুহুলের দুঃখ প্রকাশ

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১১:১৮:৫০
হলফনামায় ভুলের জন্য এমপি রুহুলের দুঃখ প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় স্ত্রীর ব্যাংক হিসাবে অনিচ্ছাকৃত ভুল তথ্য প্রদানের জন্য দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নিতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

রুহুল হক বলেন, ‘হলফনামায় আমার স্ত্রীর ব্যাংক হিসাবে যে তথ্য দেওয়া ছিল তা আমার অসাবাধনতা ও অনিচ্ছাকৃত ভুল। গত ২০১৩ সালের ৩০ জুন আমার হলফনামায় স্ত্রীর ব্যাংক হিসেবে ৪৫ লাখ ১৭ হাজার ৯২ টাকার স্থলে ভুলবসত সাত কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৪০ টাকা তথ্য দেওয়া হয়। এ জন্য আমি আমার দলের নেতাকর্মী ও চিকিৎসক সমাজের কাছে দুঃখ প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমার ভুল সংশোধনের জন্য আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। ইতোমধ্যে কমিশন তা সংশোধন করেছেন বলে আমি জেনেছি।’

আগে কেন এ ভুল সংশোধন করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যা কিছু বলার দুদককে জানিয়েছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সার্বিকভাবে দুদককে সহযোগীতা করছি।’

অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তার ব্যাংক ব্যালেন্স গত পাঁচ বছরে বেড়েছে ১০ গুণ। ব্যাংক ব্যালেন্সের অধিকাংশ তার স্ত্রী ইলা হকের নামে। পাঁচ বছর আগে নির্বাচনী মাঠে নামার সময় রুহুল হক এবং তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকা ছিল ৯২ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এখন তাদের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ ১০ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৭৬৩ টাকা। ২০০৮ সালে স্ত্রী ইলা হকের নামে ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র চার লাখ ৬৪ হাজার ৩০ টাকা। এখন সাত কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৪০ টাকা। এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ১৬৫ গুণ।

অন্যদিকে রুহুল হকের ব্যাংক ব্যালেন্স ২০০৮ সালে ছিল প্রায় ৮৮ লাখ টাকা। এখন তা বেড়ে হয়েছে প্রায় দুই কোটি ৬৩ লাখ টাকা।

নির্বাচন কমিশনে প্রদেয় হলফনামা অনুসারে, সামগ্রিকভাবে ২০০৮ সালের তুলনায় তার অস্থাবর সম্পদ চার গুণ বেড়েছে। ২০০৮ সালে তিনি এবং তার স্ত্রীর মোট অস্থাবর সম্পদের পরিমাণ ছিল চার কোটি টাকার কিছু বেশি। ২০১৩ সালে সম্পদের পরিমাণ ১৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হিসাবে রাখা আছে। এককভাবে তার স্ত্রী ইলা হকের সম্পদের পরিমাণ বেড়ে গেছে আট গুণ। আগে তার নামে অস্থাবর সম্পত্তি ছিল মোট ৯৫ লাখ টাকা মূল্যের। এখন তা আট কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমসি/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর