thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

৪ উইকেটে জয় ওয়েস্ট ইন্ডিজের

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১১:৩১:১৬
৪ উইকেটে জয় ওয়েস্ট ইন্ডিজের

দ্য রিপোর্ট ডেস্ক : জ্যামাইকার সাবিনা পার্কে রবিবার আয়ারল্যান্ডকে একমাত্র ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের মোকাবেলা করার আগে এই জয় আত্মবিশ্বাস এনে দিয়েছে ক্যারিবীয়দের।

আয়ারল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। গ্যারি উইলসন দলের সবচেয়ে বেশি রান করেন (৬২)। জেসন হোল্ডার ও ডোয়াইন ব্রাভো ৩টি করে উইকেট নিয়েছে। ২ উইকেট শিকার করেন নিকিতা মিলার।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করেছিল। ডোয়াইন স্মিথ (৫৫) ও কিয়েরন পাওয়েল (৫৭) ১০০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। ফলে জয় পেতে সহজ হয় স্বাগতিকদের। ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় দলটি (২০৫/৬)।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করেছেন ডোয়াইন ব্রাভো (৩৫)। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। আয়ারল্যান্ডের স্টুয়ার্ট থমসন ২টি উইকেট নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর