thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

‘আন্দোলন-নির্বাচন দুটোতেই ব্যর্থ বিএনপি’

২০১৭ এপ্রিল ২২ ২০:০২:২৮
‘আন্দোলন-নির্বাচন দুটোতেই ব্যর্থ বিএনপি’

চট্টগ্রাম অফিস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তারা আন্দোলন এবং নির্বাচন দুটোতেই ব্যর্থ হয়েছে।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে শনিবার (২২ এপ্রিল) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

বিএনপি’র এখন আর কোনো ইস্যু নেই, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে ডাকতে হবে কেন? নির্বাচন তো প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। সরকার কারো কাছে করুণা বিতরণ করে না।’

তিনি আরো বলেছেন, ‘ভুলের চোরাবালি থেকে বের হয়ে না আসলে রাজনৈতিকভাবে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে।’

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে পড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘তারা ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া গাড়ির ড্রাইভারের মতো যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেছেন, ‘ঐক্যবদ্ধ থাকলে কোনো বিরোধী দলই আওয়ামী লীগকে হারাতে পারবে না।’

ছাত্রলীগকে নিজেদের স্বার্থরক্ষার পাহারাদার হিসেবে ব্যবহার না করার জন্য দলের নেতাদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম হিসেবে দেখতে চাই না।’

তিনি আরো বলেছেন, ‘দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে যত বড় প্রভাবশালীই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যারা দলের মধ্যে বিদ্রোহের উস্কানি দিচ্ছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে।’

রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে নগরীর পাঁচলাইশ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদ ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুঁয়া ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/এপ্রিল ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর