thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে সাড়ে ২১ লাখ টাকাসহ চারজন আটক

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১১:৫৪:৪১
যশোরে সাড়ে ২১ লাখ টাকাসহ চারজন আটক

যশোর অফিস : যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে ২১ লাখ ৫০ হাজার টাকাসহ চারজনকে আটক করেছে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার রাত ৯টার দিকে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলেন, শার্শা উপজেলার বাগআঁচড়ার মাহমুদ আলীর ছেলে আবদুর রহিম, বসতপুরের নূর মোহাম্মদের ছেলে মনা, রাঢ়িপুকুরের ফজলুর রহমানের ছেলে মতিয়ার রহমান এবং ঝিকরগাছার বারবাজারের প্রাইভেটকারচালক রহমত।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান দ্য রিপোর্টকে জানান, বিজিবি আটক চারজনকে রবিবার রাত ৯টার দিকে থানায় সোপর্দ করে একটি মামলা করেছেন। এ সময় আটকদের কাছ থেকে উদ্ধার ২১ লাখ ৫০ হাজার টাকা থানায় জমা দেওয়া হয়েছে।

এজাহারে বিজিবি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টার দিকে জেলা শহরের চাঁচড়া ডালমিল এলাকায় ঢাকা মোট্রো খ-১১-৫১৫১ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করেন বিজিবি-২৬ এর সুবেদার হাফিজ। গাড়িটি তল্লাশি করে আটকদের কাছ থেকে ওই টাকা উদ্ধার করা হয়। এ সময় আটকরা টাকার অনুকূলে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিজিবি ধারণা করছে, এগুলো হুন্ডির মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা হয়েছে।

এদিকে আটক রহিম দাবি করেছেন, তিনি ন্যাশনাল ব্যাংক থেকে ৫০ লাখ টাকা লোন তুলেছিলেন। লোন শোধ করার জন্য টাকাগুলো নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন।

(দ্য রিপোর্ট/একে/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর