thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

তেভেজের গোলে দুরন্ত জুভেন্তাস

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১২:০৪:৪৩
তেভেজের গোলে দুরন্ত জুভেন্তাস

দ্য রিপোর্ট ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার কার্লোস তেভেজের গোলে রবিবার ইতালির লিগ সিরিএ’তে তোরিনোর বিপক্ষে (ডার্বি) ১-০ তে জয় পেয়েছে টানা ২ বারের চ্যাম্পিয়ন জুভেন্তাস। এ ছাড়া এসি মিলান ২-০ গোলে স্যাম্পডোরিয়াকে হারিয়েছে। তবে ১-১ গোলে ড্র করেছে ইন্টারমিলান ক্যাগলিয়ারির সঙ্গে।

সিরিএ’তে জুভেন্তাস দ্বিতীয় স্থানে থাকা এএস রোমা থেকে ৯ পয়েন্টে এগিয়ে (২৫ খেলা, ৬৬ পয়েন্ট)। ইতালিতে হ্যাটট্রিক শিরোপার দিকে এগিয়ে চলেছে জুভেন্তাস।

ইন্টারমিলান পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে রয়েছে। তবে মিলান রয়েছে নয়ে (৯ নাম্বার)। ফলে শেষ চারে থেকে মৌসুম শেষ করার চ্যালেঞ্জ তাদের। তবে কাজটি মোটেও সহজ হবে না।

উল্লেখ্য, ম্যাচের ৩০ মিনিটে গোল করেছিলেন তেভেজ। লিগে ১৪তম গোল তার।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর