thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গোপালগঞ্জে আনসার ও মোটর শ্রমিকদের সংঘর্ষে আহত ১৫

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১২:৫৮:০৭
গোপালগঞ্জে আনসার ও মোটর শ্রমিকদের সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি : যাত্রীবাহী বাসের সিটে (আসন) বসাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আনসার সদস্যদের সঙ্গে মোটর শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঘোনাপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরের বেদগ্রাম ক্যাম্প থেকে বাসে করে ঘোনাপাড়া মোড়ে ডিউটি করতে আসেন ৪ আনসার সদস্য। যাত্রীর চাপ থাকায় বাস শ্রমিকরা দুই আনসার সদস্যকে সিট ছেড়ে দিতেন বলেন। এ নিয়ে আনসার সদস্যদের সঙ্গে মোটর শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। বাসটি ঘোনাপাড়া এলে মোটর শ্রমিকদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে একটি সমঝোতা বৈঠক হয়েছে।

(দ্য রিপোর্ট/এসবি/এফএস/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর