thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৭ এপ্রিল ২৪ ১৯:২৭:১৫
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

নিহতরা হলো- জাহেদ (২৮), মোহসিন (৩৫) ও ঝন্টু মিয়া (৫০)।

সোমবার (২৪ এপ্রিল) নগরীর চকবাজার, আকবরশাহ এবং চান্দগাঁও থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির বলেন, আকবরশাহ ও চকবাজার এলাকায় দু’টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন।

চকবাজার থানার এসআই নাজিম উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজারের পুরাতন পোস্ট অফিস এলাকায় একটি প্রাডো গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। এতে ৩ জন আহত হয়। এর মধ্যে মেডিকেলে নেওয়ার পর জাহেদ নামে একজনের মৃত্যু হয়।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে নগরীর আকবর শাহ থানা এলাকায় বাস চাপা পড়ে মোহসিন নামের একজন আহত হয়। তাকেও চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় গাড়ী চাপায় ঝন্টু মিয়া নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছে। সকাল সাড়ে ৬টায় বহদ্দারহাট ফ্লাইওভারের নীচে এই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বলেন, গুরতর আহতাবস্থায় ঝন্টুকে মেডিকেলে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে। তবে গাড়ী চাপায় ঝন্টু মারা গেছেন কিনা তা জানাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর