thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

অর্ণব হত্যা মামলায় আসামিদের আত্মসমর্পণের নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৩:২৮:৪৮
অর্ণব হত্যা মামলায় আসামিদের আত্মসমর্পণের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাতক্ষীরার চাঞ্চল্যকর অর্ণব হত্যা মামলায় আসামিদের বেকসুর খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে খালাস পাওয়া আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মসমর্পণের পর বিচারিক আদালতে ওই আসামিদের জামিন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন ও অ্যাডভোকেট খুরশীদ আলম খাঁন।

খুরশীদ আলম খাঁন এ সব আদেশের বিষয় সাংবাদিকদের নিশ্চিত করেন।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের বিমল কৃষ্ণ দাসের ছেলে অর্ণব দাস। আট বছরের শিশু অর্ণবকে টিয়াপাখি দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় পাশের খলিসানি গ্রামের মুকুল গাজী। পরে ২০০০ সালের ২১ জুন দুই চোখ উপড়ানো, ডান হাতবিহীন ও দুই পায়ের রগকাটা অবস্থায় অর্ণবের লাশ উদ্ধার করা হয়।

এরপর ২০০৭ সালের ২৮ নভেম্বর ওই মামলায় দুজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন সাতক্ষীরার তৎকালীন জেলা দায়রা জজ আশিষ রঞ্জন দাস।

পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি মো. আবু তারিকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০১০ সালের ২৪ আগস্ট পলাতক থাকা মুকুল গাজীর যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন। অন্য আসামিদের বেকসুর খালাস দেন।

পরবর্তী সময়ে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে। কিন্তু এর আগেই সাতক্ষীরার তৎকালীন জেলা দায়রা জজ আবুল হোসেন ফাঁসির দুই আসামি খলিলুর রহমান ও গোলাম ফারুককে মুক্তি দেন। পরে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

হাইকোর্টে আসামিদের দেওয়া খালাস আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন অর্ণবের পরিবার। সোমবার ওই লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। অর্ণব হত্যা মামলার রায়ের বিষয়টি এখন আপিল বিভাগে নিষ্পত্তি হবে।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর