thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

খন্দকার মোশাররফের জামিন বাতিল

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৩:৩৭:৩৪
খন্দকার মোশাররফের জামিন বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বাতিল করেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। খন্দকার মোশাররফের পক্ষে ‍ছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

গত ১০ ফেব্রুয়ারি দুদকের করা অর্থপাচার মামলায় ড.খন্দকার মোশাররফ হোসেনকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছিল বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে ৬ ফেব্রুয়ারি অর্থপাচারের অভিযোগে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, খন্দকার মোশাররফ বিভিন্ন সময়ে ৯ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৩৮১ টাকা বিদেশে পাচার করেছেন। এ ছাড়া তিনি মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে দেশের বিদ্যমান আইন লঙ্ঘন করেছেন।

তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যে ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নং-১০৮৪৯২) জমা করেন, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর