thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে দুটি শিপইয়ার্ড উচ্ছেদ

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৩:৩৯:২০
চট্টগ্রামে দুটি শিপইয়ার্ড উচ্ছেদ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : আদালতের নির্দেশে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার দুটি শিপইয়ার্ড উচ্ছেদ করেছে বন বিভাগ।

প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে সোমবার সকাল ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে।

উচ্ছেদ করা দুটি শিপইয়ার্ড হলো- এস কে স্টিল ও এস কে শিপ ব্রেকিং ইয়ার্ড। প্রতিষ্ঠান দুটির মালিক মোহাম্মদ নাজিম উদ্দিন।

অভিযানে অংশ নেওয়া সীতাকুণ্ডের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের নির্দেশে বন ধ্বংস করে গড়ে উঠা শিপইয়ার্ড দুটি উচ্ছেদ করা হচ্ছে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম জানান, উপকূলীয় বনের ১৫ হাজার গাছ কেটে এ দুটি শিপইয়ার্ড করা হয়েছিল। এ ঘটনায় বন বিভাগ মামলা করে। পরে মালিকপক্ষ এ ব্যাপারে হাইকোর্টে রিট করেন। গত বছরের ৬ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শিপইয়ার্ড দুটি উচ্ছেদ করে সেখানে গাছ লাগানোর জন্য রায় দেন বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএইচসি/ইইউ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর