thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

মঙ্গলবার বাংলাদেশ ফার্স্ট-এর গ্র্যান্ড ফিনালে

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৪:২২:০১
মঙ্গলবার বাংলাদেশ ফার্স্ট-এর গ্র্যান্ড ফিনালে

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্কুল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মেধাভিত্তিক রিয়েলিটি শো ‘বাংলাদেশ ফার্স্ট’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই টেলিভিশন রিয়েলিটি শোয়ের প্রশ্নমালা সাজানো হয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, প্রাকৃতিক সম্পদ, ক্রীড়া, রাজনৈতিক অর্জন, আইনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে।

সারাদেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ৮ হাজার শিক্ষার্থী মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় মেতে ওঠে এখানে, যার মধ্য থেকে ৬৪টি দল টিভি রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।

বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় মির্জাপুর ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ, জয়পুরহাট ক্যাডেট কলেজ ও রাজশাহীর প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্য থেকে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা নিশো। এ আয়োজনের মূল পৃষ্ঠপোষক ‘রিন পাওয়ার হোয়াইট’। রাত ৮টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর