thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

১২২টি চলচ্চিত্রে কাজ করেছেন মামুন

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৪:২৬:৩৯
১২২টি চলচ্চিত্রে কাজ করেছেন মামুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রে অনেক সহকারী পরিচালক আছেন, যারা বহু বছর ধরে সহকারী হিসেবে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে একজন এএম মামুন। ১৯৮৬ সাল থেকে এখনও পর্যন্ত ১২২টি চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেছেন।

নিজের ক্যারিয়ার সম্পর্কে মামুন বলেন, ‘১৯৮৬ সালে হারুন অর রশিদের ‘ভাগ্যবতী’ চলচ্চিত্রে প্রথম সহকারী হিসেবে কাজ শুরু করি। কেএমআর মঞ্জুর ও মিয়া আলাউদ্দিনের মালঞ্চ কথাচিত্রের প্রথম চলচ্চিত্র ছিল এটি। এরপর একে একে অনেক চলচ্চিত্র। প্রিয়া আমার প্রিয়া, বলব কথা বাসর ঘরে, নাম্বার ওয়ান শাকিব খান, তুমি আমার মনের মানুষ, নিস্বার্থ ভালোবাসা চলচ্চিত্রে সহকারী পরিচালক ছিলাম।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ৩০ জন পরিচালকের সহকারী হয়েছি। ২০০৪ সালে পরিচালক আজাদী হাসনাত ফিরোজ যখন তার বউ শাশুড়ির যুদ্ধ ৮০ ভাগ শুটিং করে অসুস্থ হয়ে পড়েন, তখন আমি প্রোডাকশনের আলমকে সঙ্গে নিয়ে বাকি ২০ ভাগ শুটিংসহ ডাবিং, এডিটিং, কালার গ্রেডিং এবং অন্যান্য কাজ সেরে মুক্তি দেই। ঈদে মুক্তি পাওয়ার পর চলচ্চিত্রটি ১৩টি চলচ্চিত্রের সঙ্গে ফাইট করে এক নম্বর হয়।’

পরিচালনায় আসা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘অশ্লীল যুগে অফার পেয়েছিলাম। কিন্তু করিনি। সে সময় যতগুলো ভালো চলচ্চিত্র ছিল সেগুলোতে কাজ করেছি। তবে ইচ্ছা আছে পরিচালনায় আসার।’

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর