thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

রানা প্লাজা ধসের দশ মাস পূর্তিতে মানববন্ধন

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৪:৩৭:০৪
রানা প্লাজা ধসের দশ মাস পূর্তিতে মানববন্ধন

সাভার প্রতিনিধি : সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজা ভবন ধসের দশ মাস পূর্তিতে মানববন্ধন করেছে নিহতদের স্বজনরা। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত অনেক পরিবার প্রতিনিয়তই রানা প্লাজার সামনে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা খুঁজে বেড়ায় প্রিয়জনের মৃতদেহ। পথশিশুরা লোহা কুড়াতে এসে মাথার খুলি, হাড়, শরীরের দেহাবশেষ খুঁজে পাওয়ার খবর পেলেই ছুটে আসেন তারা। তাই অবিলম্বে রানা প্লাজায় নতুন করে উদ্ধার কাজ শুরু করার আহ্বান জানান বক্তারা।

এ ছাড়াও নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ করে আহত ও নিহত শ্রমিকদের স্বজনদের মধ্যে ক্ষতিপূরণ ও তাদের পুনর্বাসনের দাবি জানান তারা। সমাবেশে শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনেরা অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর