thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মাইক্রোবাসের ধাক্কায় ২ র‌্যাব সদস্য আহত

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৪:৩৯:৪২
মাইক্রোবাসের ধাক্কায় ২ র‌্যাব সদস্য আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী সচিবলায়ের প্রধান গেটের সামনে মাইক্রোবাসের ধাক্কায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাবিলদার নির্মল কান্তি (৪৫) ও নায়েব আবুল হাসেম (৪০)। এরা দুইজনই র‌্যাব-৩ খিলগাঁও ক্যাম্পে কর্মরত আছেন।

র‌্যাব-৩ এর ডিএডি সফিউল আলম জানান, খিলগাঁও ক্যাম্প থেকে সচিবলায়ে ডিউটিরত কর্মকর্তাদের জন্য খাবার নিয়ে মোটরসাইকেলে করে আসার সময় মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে তারা আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। নির্মল কান্তির মাথায় আঘাত লাগে ও আবুল হাসেমের ডান হাতে আঘাত লাগে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর