thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

চিরায়ত ছড়া

 

নেমন্তন্ন অন্নদাশংকর রায়

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৪:৪৪:১২

যাচ্ছ কোথা ?

চিংড়িপোতা ।

কীসের জন্য ?

নেমন্তন্ন ।

বিয়ে বুঝি ?

না বাবুজি ।

কীসের তবে ?

ভজন হবে ।

শুধুই ভজন ?

প্রসাদ ভোজন ।

কেমন প্রসাদ ?

যা খেতে সাধ ।

কী খেতে চাও ?

ছানার পোলাও ।

ইচ্ছে কী আর ?

সরপুরিয়ার ।

আঃ কী আয়েশ

রাবড়ি পায়েশ ।

এই কেবলি ?

ক্ষীর কেদলি ?

বাঃ কী ফলার !

সবরী কলার ।

এবার থামো ।

ফজলী আমও ।

আমিও যাই ?

না , মশাই ।

পাঠকের মতামত:

SMS Alert

ছেলেবেলাপুর এর সর্বশেষ খবর

ছেলেবেলাপুর - এর সব খবর