thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

তিন আসামি ছিনতাই

পুলিশের মোবাইল দিয়ে কথা বলে জঙ্গিরা

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৫:৩৩:৫২
পুলিশের মোবাইল দিয়ে কথা বলে জঙ্গিরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ময়মনসিংহ থেকে জেএমবির ফাঁসির আসামি ছিনতাইয়ের সময় পুলিশের মোবাইল ফোন দিয়ে আসামিরা কথা বলেছেন বলে জানা গেছে।

মন্ত্রিসভার সোমবারের বৈঠকে বিষয়টি আলোচিত হয় বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন সেখানে উপস্থিত এক মন্ত্রী। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

ওই মন্ত্রী বলেন, বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিন জঙ্গি ছিনতাইয়ের প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রীসহ কয়েকজন সদস্য এ আলোচনায় অংশ নেন।

‘আলোচনায় এক মন্ত্রী বলেন, ওই চারজন পুলিশ দিয়ে তিন আসামিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার সময় পুলিশের মোবাইল দিয়ে আসামিরা কথা বলে। ধারণা করা হচ্ছে, ফোনে কথা বলার মাধ্যমে জঙ্গিরা তাদের সহযোগীদের অবস্থান সম্পর্কে অবহিত করে’ বলে জানান বৈঠকে উপস্থিত ওই মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বৈঠকে ওই ঘটনার জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপত্তা দুর্বলতা নাকি অন্য কোন কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।’

‘ছিনতাই হওয়া দুই আসামি গ্রেফতারের অগ্রগতি ভালো। অল্প সময়ের মধ্যে তারা ধরা পড়বেন’ বলেও বৈঠকে আলোচিত হয়।

বৈঠকে স্বরা্ষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, রবিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে বোমা মেরে ও গুলি করে জেএমবির শূরা সদস্য ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়।

ওই হামলায় প্রিজনভ্যানে থাকা এক পুলিশ কনস্টেবল নিহত ও অপর দুই সদস্য আহত হন। ওই ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

‘নির্বাচনে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ’

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে বৈঠক সূত্র দ্য রিপোর্টকে জানিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গ : কাদের সিদ্দিকী

বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে দশম সংসদ নির্বাচন বয়কট করলেও টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীকে নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভা বৈঠকে।

বৈঠকে উপস্থিত এক সদস্য বলেন, ‘জোটের (বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট) লোক নিয়ে তিনি এখন জোট ফেলেই নির্বাচনে এলেন। তিনি আগে এলেন না কেন!’

অপর সদস্য বলেন, ‘এত জ্বালাও-পোড়াও ও প্রাণহানীর পর তার বোধোদয় হয়েছে। তিনি আগেই এ সিদ্ধান্ত নিতে পারতেন।’

বৈঠকে কাদের সিদ্দিকীর ভাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন না।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/এএইচ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর