thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

তালেবানের ভারপ্রাপ্ত প্রধান আসমাতুল্লাহ শাহীন নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৫:৪৮:০২
তালেবানের ভারপ্রাপ্ত প্রধান আসমাতুল্লাহ শাহীন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান আসমাতুল্লাহ শাহীন ভিট্টানি সোমবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় নিহত হয়েছেন।

দারগা মানদি এলাকায় গুলাম খান তহশিলে একটি গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছুড়লে আসমাতুল্লাহ শাহীনসহ আরও চারজন নিহত হন বলে একটি সূত্রে জানা গেছে।

নিহত বাকি তিনজনও আসমাতুল্লাহর দলের সদস্য বলে ওই সূত্র জানিয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের শূরা সদস্য আসমাতুল্লাহ শাহীন সংগঠনটির সাবেক প্রধান হেকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর দলের প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে বেশ কয়েকবার আসমাতুল্লাহ শাহীনের নিহত হওয়ার গুজব ওঠে। চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় আসমাতুল্লাহ শাহীন নিহত হয়েছেন বলে গুজব ওঠে। সূত্র : দ্য ডন

(দ্য রিপোর্ট/ কেএন/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর