thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘হাসিনা-খালেদা চাইলেই দুর্নীতি অর্ধেক কমবে’

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৫:৫২:৪২
‘হাসিনা-খালেদা চাইলেই দুর্নীতি অর্ধেক কমবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চাইলে এই মুহূর্তে দেশে অর্ধেক দুর্নীতি কমে যাবে। যেহেতু তা হচ্ছে না, সেহেতু তাদের দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আশা করা যায় না।’

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ভাষা আন্দোলন, দুর্নীতি ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি প্রবেশ করেছে। গরিব মানুষও সরকারি অফিসে গিয়ে তদবির করে তাদের কাজ করিয়ে নিয়ে আসে। সমাজের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা আজ দুর্নীতিগ্রস্থ। এর থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন তৃতীয় এক শক্তির।’

প্রধান বক্তা গরিবী হটাও আন্দোলনের প্রতিষ্ঠাতা কমরেড নূরুল হক মেহেদী বলেন, ‘দেশের প্রধান দুই দলের দুই নেতা হাসিনা-খালেদা চাইলেই সব দুর্নীতি বন্ধ হবে না। তবে তারা চাইলে এই মুহূর্তে দেশ থেকে ৫০ ভাগ দুর্নীতি কমে যাবে। অতএব তাদের দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ আশা করা যায় না।’

গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মো. হারুন আর রশিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক আ. ব. ম. মোস্তফা আমীন, অধ্যাপক কামাল আতাউর রহমান, বাংলাদেশ জাতীয় উন্নয়ন সংগ্রম পরিষদের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক নৃতেন ঘোষ, মেজর (অব.) ডা. হাবিবুর রহমান, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশীদ, স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরামের সমন্বয়কারী মাহবুব নেওয়াজ চৌধুরী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর