thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

হরতাল শেষে বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা

২০১৩ নভেম্বর ০৭ ১০:০১:২৪
হরতাল শেষে বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা

দিরিপোর্ট২৪ বেনাপোল প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শেষে বেনাপোল স্থলবন্দরে ফিরে এসেছে কর্মব্যস্ততা। বন্দরে লোড-আনলোডসহ সকল প্রকার আমদানি-রফতানির কাজে শ্রমিকরা যোগ দিয়েছে।

বুধবার রাত থেকে পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দর ত্যাগ করতে শুরু করে। তবে ৬০ ঘণ্টার হরতালে কিছুটা পণ্যজটের সৃষ্টি হলেও দ্রুত তা ছাড়ানোর ব্যবস্থা চলছে বলে জানান বেনাপোল বন্দরের ট্রাফিক পরিচালক মোয়াজ্জেম হোসেন।

বেনাপোল শুল্ক বিভাগের চেকপোস্টে কার্গো শাখার ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, ‘হরতাল চলাকালে ভারতে আটকা পড়া পণ্যবাহি ট্রাকগুলো সকাল থেকে বন্দর অভ্যান্তরে ঢুকতে শুরু করেছে। তবে পণ্য জট ছাড়াতে একটু সময় লাগবে।’

বেনাপোলে কাস্টমস কমিশনার ফায়জুর রহমান জানান, ‘পণ্য দ্রুত খালাসের জন্য বন্দর এবং কাস্টমসের সকল কর্মকর্তা-কর্মচারী দ্রুত কাজ করে যাচ্ছে। আশা করি অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে।’

অন্যদিকে, বন্দরে কাজের গতি ফিরে আসায় শ্রমিকদের সকল সংগঠন দ্রুত পণ্যজট কমানোর জন্য একসঙ্গে কাজ করছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গত ৩ দিনে ভারত বাংলাদেশ যাত্রী পারাপার কিছুটা কম ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের ভীড় বেড়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমসি/জেএম/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর