thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কেপটাউন টেস্টে অ্যাবোট

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৭:২৩:১৮
কেপটাউন টেস্টে অ্যাবোট

দ্য রিপোর্ট ডেস্ক : ডলফিন্সের ফাস্ট বোলার কাইল অ্যাবোটকে নিয়েই কেপটাউন টেস্টের দল ঘোষনা করেছে দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি পেসার ওয়েন পারনেল ইনজুরির কবলে পড়েছেন। পারনেলের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যাবোট।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ৩ টেস্টের সিরিজ এখন ১-১ এ সমতা রয়েছে। রবিবার পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ২৩১ রানে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়েছে। উল্লেখ্য সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে ২৮১ রানে জিতে সিরিজে এগিয়েছিল অস্ট্রেলিয়া। কেপটাউনে তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১ মার্চ।

পারনেল দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়েছেন। ফলে খেলতে পারছেন না শেষ টেস্ট ম্যাচটিতে। অ্যাবোট এর আগে ১টি টেস্ট খেলেছেন। অভিষেক হয়েছে তার পাকিস্তানের বিপক্ষে। আর অভিষেকে ২৯ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি।

রায়ান ম্যাকলারেন দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনের বাউন্সারে আঘাত পেয়ে। তৃতীয় টেস্টের দলে তিনি রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের দল :

গ্রায়েম স্মিথ, আলভিরো পিটারসেন, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডিভিলিয়ার্স, জেপি ডুমিনি, ভেরনন ফিল্যান্ডার, রবিন পিটারসন, ডিন এলগার, ররি ক্লেইনভেল্ডট, মরনে মরকেল, ডেল স্টেইন, থামি সোলেকিলে, রায়ান ম্যাকলারেন, কুইন্টন ডি কক, কাইল অ্যাবোট।

(দ্য রিপোর্ট/এমএ/আরকে/ফেব্রুয়ারি ২৪,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর