thereport24.com
ঢাকা, শনিবার, ৯ আগস্ট 25, ২৫ শ্রাবণ ১৪৩২,  ১৪ সফর 1447

চট্টগ্রামে পুকুর থেকে শতাধিক রাউণ্ড গুলি উদ্ধার

২০১৭ মে ০৩ ১৮:২২:২৫
চট্টগ্রামে পুকুর থেকে শতাধিক রাউণ্ড গুলি উদ্ধার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে জুবলী রোড এনায়েত বাজার এলাকার একটি পুকুর থেকে শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ মে) দুপুরে রানীর দীঘি নামে একটি পুকুর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তলের গুলিগুলো উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রানীর দীঘিতে গোসল করতে নেমে স্থানীয়রা একটি পলিথিনের ভেতর গুলিগুলো দেখে পুলিশে খবর দিলে নগর গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করে।

গোয়েন্দা পুলিশের ওসি আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, দীঘির পূর্ব পাড়ে এলাকার শিশু-কিশোররা গোসল করার সময় পলিথিনে মোড়ানো গুলিভর্তি একটি প্যাকেট পায়।

এ সময় ওই এলাকায় দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা খবর পেয়ে গুলিগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া গুলিগুলো পয়েন্ট ২২ বোরের পিস্তলের বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/একেএ/এমএইচএ/মে ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর