thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

২০১৭ মে ০৩ ১৮:৩৮:২৩
চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশে দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গাড়ী ভাংচুরের ঘটনায় জেলা বিএনপি নেতা এনামুল হক এনামসহ ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ মে) বেলা ২টার দিকে সমাবেশে যোগ দিতে গেলে দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামের মিছিলে হামলা চালায় প্রতিপক্ষ জুয়েল গ্রুপ। এ সময় মারধর দিয়ে সভাস্থল থেকে বিতাড়িত করা হয় এনাম গ্রুপের নেতা কর্মীদের। হামলায় জেলা বিএনপি'র সহ-সভাপতি ও পটিয়া বিএনপি নেতা এনামসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা চালায়। সমাবেশ থেকে বিতাড়িত হয়ে এক গ্রুপ গাড়ি ভাংচুর করে পালিয়ে যায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। গাড়ী ভাংচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানান, পটিয়া সদরে হল টুডে কমিউনিটি সেন্টারে সমাবেশ শুরু হওয়ার আগে বেলা ২টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সমাবেশস্থলে মিছিল নিয়ে পৌঁছলে সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান জুয়েল গ্রুপের সমর্থকরা তাদের দিকে চেয়ার ছুঁড়ে মারে। এ সময় দুপক্ষের মধ্যে চেয়ার মারামারি শুরু হয়। একপর্যায়ে জুয়েল গ্রুপের সমর্থকরা ধাওয়া দিয়ে এনাম গ্রুপের সমর্থকদের এলাকা ছাড়া করে। এ সময় এনাম গ্রুপের সমর্থকরা চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবস্থান নিয়ে অন্তত ৮ থেকে ১০টি যানবাহন ভাংচুর করে। এ ঘটনায় এনামসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বাইরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হলেও ভিতরে শাহজাহান জুয়েল গ্রুপের নেতাকর্মীরা সমাবেশ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

এর আগে মঙ্গলবার (২ মে) দুপুরে চট্টগ্রামে উত্তর জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে নগরীর নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ পণ্ড হয়ে যায়। এতে আহত হয় বেশ কয়েকজন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর