thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘সার্ক লিটারেরি ফেস্টিভ্যাল’ শুরু ২৭ ফেব্রুয়ারি

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৭:৩৩:০৭
‘সার্ক লিটারেরি ফেস্টিভ্যাল’ শুরু ২৭ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সার্কভুক্ত দেশগুলোর সাহিত্যিকদের অংশগ্রহণে দুই দিনের ‘সার্ক লিটারেরি ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। রাজধানীর জাতীয় জাদুঘরে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলননে রাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদিকা রুবানা হক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইট ফাউন্ডেশনের সদস্য বদরুল হক, শামীমুল হক শামীম ও ফকরুল আবেদীন প্রমুখ।

সার্কভুক্ত দেশ ভুটান, আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কবি-সাহিত্যিকরা ফেস্টিভ্যালে অংশ নেবেন।

সার্কভুক্ত দেশগুলোর সাহিত্যিকদের অংশগ্রহণে দুই দিনের ‘সার্ক লিটারেরি ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। রাজধানীর জাতীয় জাদুঘরে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলননে রাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদিকা রুবানা হক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইট ফাউন্ডেশনের সদস্য বদরুল হক, শামীমুল হক শামীম ও ফকরুল আবেদীন প্রমুখ।

সার্কভুক্ত দেশ ভুটান, আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কবি-সাহিত্যিকরা ফেস্টিভ্যালে অংশ নেবেন।

সার্কভুক্ত দেশগুলো থেকে যারা অংশগ্রহণ করবেন তারা হলো-দেবেশ রায় (ভারত), সিবান্তী ঘোষ (ভারত), অর্পণা কর ( ভারত), ফরিদা আক্তার তারান্নুম (ভারত), ফারহিন চৌধুরী (পাকিস্তান), প্রতিভা রায় (ভারত), অধ্যাপক মকবুল আলিম মোহাম্মদ নূহমান (শ্রীলঙ্কা), ইব্রাহিম ওয়াহিদ (মালদ্বীপ), কেসব শিকডেল নেপাল), প্রকাশ সুবিদী (নেপাল), নসরুল্লাহ পার্থ নাদিরী (আফগানিস্তান), ও রিনজীন রিনজীন ( ভূটান)।

বাংলাদেশের কবি-সাহিত্যিকদের মধ্যে উৎসবে উপস্থিত থাকবেন- সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, রুবী রহমান, অসীম সাহা, কাজী রোজী, বিমল গুহ, আবু হাসান শাহরিয়ার, চঞ্চল আশরাফ, টোকন ঠাকুর, খালেদ হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯১ সালে দেশে প্রথম সার্ক লিটারারি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। সার্ক লেখক ও সাহিত্য ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টার ও দি রাইট ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে।

দ্য রিপোর্ট/এএইচএস/একে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর