thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১, আহত ২

২০১৭ মে ০৫ ০৯:২৪:০৭
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ১, আহত ২

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে মালবাহী ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের ফকিরহাট (ওভারব্রিজের) কালুশাহ মাজার সংলগ্ন মহাসড়কের আন্ডারপাস রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (৩৭)। তিনি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাচা মিয়ার ছেলে বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন। অন্যজনের পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের (এটিএসআই) রউফ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয়রা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সলিমপুর ফকিরহাট কালুশাহ মাজার সংলগ্ন বন্দরমুখী রেললাইন (ক্রসিং) আন্ডারপাস সড়কে একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রেলক্রসিং পার হলেও আতঙ্কিত কিছু যাত্রী চলন্ত বাস থেকে প্রাণ বাঁচাতে লাফ দিলে ট্রেনে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে অল্পের জন্য ট্রেনের ধা্ক্কা থেকে রক্ষা পায় যাত্রীভর্তি বাসটি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ট্রেন আসার আতঙ্কে দ্বিকবিদ্বিক ছুটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে একজন মারা যায়। ঘটনার সময় এলাকায় দায়িত্বে থাকা আমাদের এক পুলিশের ওপর স্থানীয় ডাকওয়ালা বাড়ির লোকজন হামলা করে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এবং পুলিশের ওপর হামলার অভিযোগে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/মে ৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর