thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চবি ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

২০১৭ মে ০৫ ০৯:৫৩:৩৪
চবি ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের সংঘর্ষ, দলীয় শৃঙ্খলাভঙ্গসহ নানা অনিয়মের অভিযোগে শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ছাড়া এ শাখার সব কার্যক্রমও অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১২টার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ক্ষোভের সাথে বলেন, আমাদের এই ইউনিটে যেভাবে কয়েক দিন পরপর বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা আর কোনো ইউনিটেই হয় না। আজও (বৃহস্পতিবার) তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যা আমাদের ছাত্রলীগের জন্য বদনাম। আমরা এই ইউনিটের ওপর চরমভাবে বিরক্ত। আর এসবের কারণেই চবি শাখার বর্তমান কমিটি ও সব কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া আগামী ১৪ মে যে সম্মেলন হওয়ার কথা ছিল তা-ও স্থগিত করা হয়েছে।

স্থগিত এ কমিটি আবার কবে চালু হবে নাকি নতুন কোনো কমিটি আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু কমিটি বাতিল ঘোষণা করা হয়নি, তাই কমিটি আবার চালু হতে পারে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনের অনুসারীরা। এ সময় উভয় পক্ষের সাতজন আহত হয়।

(দ্য রিপোর্ট/এম/মে ৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর