thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিজেপি ক্ষমতা কেন্দ্রীভূত করতে চায় : রাহুল

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৮:০৬:৩৪
বিজেপি ক্ষমতা কেন্দ্রীভূত করতে চায় : রাহুল

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একজনকে দিয়েই দেশ চালাতে চায় বলে মন্তব্য করেছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনে কংগ্রেসের ইশতেহারের জন্যে কৃষকদের পরামর্শ নিতে গিয়ে সোমবার হরিয়ানায় এই মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চাইলেও কংগ্রেস চায় ক্ষমতা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে।’

রাহুল জানান, কৃষকদের সঙ্গে আলোচনা করে তিনি যে জ্ঞান লাভ করবেন তা কখনও আমলাদের কাছ থেকে লাভ করা সম্ভব নয়। কংগ্রেস মৌলিক অধিকারের পাশাপাশি সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা দেয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘কংগ্রেস বর্ণ ও ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। কংগ্রেস চায় না হিন্দুস্তানের কেউ এগিয়ে যাক আর কেউ পিছিয়ে পড়ুক। বরং আমরা চাই প্রত্যেকেই সমান সুযোগ পাক।’

(দ্য রিপোর্ট/আরজে/এসকে/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর