thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বেহাত জমি ফেরত নিতে আইনি পদক্ষেপ : শিক্ষামন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৮:৩০:১৭
বেহাত জমি ফেরত নিতে আইনি পদক্ষেপ : শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া জমি ফেরত নিতে দলিলাদি দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সচিবালয়ে সোমবার শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এক সময় বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গা ও অবকাঠামো ছিল। কিন্তু কালক্রমে তা বেহাত হয়েছে। আমরাও বিশ্ববিদ্যালয়ের জমি ফেরত চাই। এ জন্য দলিলাদি দিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

প্রসঙ্গত, দখল হল উদ্ধারে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটেছে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও।

দখল হওয়া হলগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি আজই চার বার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ঠিক রাখার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে ঢাকার আশপাশে আবাসিক হল স্থাপনের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আমরা জমি খুঁজছি।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর