thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পলাতক ৪ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৮:১৩:০৬
পলাতক ৪ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামিন বাতিলের খবর শুনে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার চার আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামিরা হলেন- খন্দকার আসিকুর ইসলাম, খান মোহাম্মদ রইস, মাহবুব আকরাম ও ইসতিয়াক আরুফ।

ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হকের আদালতে সোমবার এ প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনে দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী মোস্তাফিজুর রহমান।

প্রতিবেদনে বলা হয়, আসামিরা যেহেতু আদালতের আদেশ অমান্য করে পালিয়েছে সেহেতু তাদের বিরুদ্ধে পেনাল কোড মোতাবেক নিয়মিত মামলা করা আবশ্যক।

এর আগে ১৯ জানুয়ারি মামলার সাক্ষীকে মারধর ও হুমকি দেওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় আসামিদের জামিন বাতিল করার বিষয়ে একটি জিডি (নম্বর-৭২৬) করা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ৬ আসামির জামিন বাতিল করে আদালত।

প্রসঙ্গত, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

(দ্য রিপোর্ট/জেএ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর