thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মহিলা দ্বৈতে রুমী-রাহিমা জুটি চ্যাম্পিয়ন

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৮:৩৮:৫৬
মহিলা দ্বৈতে রুমী-রাহিমা জুটি চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩৪তম সাউথইস্ট ব্যাংক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলা দ্বৈতে বিজয় কেতন উড়িয়েছেন আনসারের রুমী ও কুমিল্লা জেলার রাহিমা জুটি। মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাগেরহাট জেলার শাহেদ ও কুমিল্লা জেলার আঁখি জুটি।

রাজশাহী বিভাগীয় মহিলা কমপ্লেক্সে সোমবার মহিলা দ্বৈতে তিব্র উত্তোজনাপূর্ণ এক ফাইনালে রুমী ও রাহিমা জুটি ৩-২ সেটে হারিয়েছে আনসারের সালেহা ও সিনথী জুটিকে। মিশ্র দ্বৈতের ফাইনালে শাহেদ ও আঁখি জুটি ৩-২ সেটে হারিয়েছে বিমানের রিমন ও রাজশাহীর তুরবিনা জুটিকে।

(দ্য রিপোর্ট/ওআইসি/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর