thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘আরও ভালো ক্রিকেট খেলতে চাই’

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৮:৪৪:৫৩
‘আরও ভালো ক্রিকেট খেলতে চাই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে সিরিজ জিতে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি ভালোই সেরে নিয়েছে শ্রীলঙ্কা। গত ২৪ জানুয়ারি এ দেশে এসেছে তারা। পরিবেশ নিজেদের মতো হয়ে গেছে। খেলেছে পূর্ণাঙ্গ সিরিজও। মঙ্গলবার এশিয়া কাপের প্রথম ম্যাচেই নামছে তারা। প্রতিপক্ষ পাকিস্তান, আসরে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। তাতে ভয়-ডর নেই শ্রীলঙ্কার। সোমবার সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী অ্যাঞ্জোলো ম্যাথুস বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে সিরিজ জিতেছি। এটা আমাদের কিছুটা সুবিধা দেবে এশিয়া কাপে। আমরা আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আরও ভালো ক্রিকেট খেলতে চাই।’

এশিয়া কাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘ভারত এবং পাকিস্তানের বিপক্ষে এর আগে আমরা অনেক সিরিজ খেলেছি। তারা খুব কম ভুল করে। তাই তাদের বিপক্ষে বেশ লড়াই করতে হবে। চোখ-কান খোলা রেখে খেলতে হবে।’ এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে। সে বিষয়ে ম্যাথুস বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো ফল পাব।’ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে করে তারা এশিয়া কাপের শিরোপার দাবিদার বলে মনে করছে কিনা জানতে চাইলে শ্রীলঙ্কার অধিনায়ক বলেছেন, ‘তেমন কিছু মনে করছি না। কারণ যত ভালোই খেলি না কেন; সব সময়ই কিছু না কিছু উন্নতি করার সুযোগ থাকে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করব ভালো খেলার জন্য।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এএস/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর