thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

১৬ বিচারক বদলি

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৯:১৭:৫৫
১৬ বিচারক বদলি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১০ জেলা জজ এবং যুগ্ম-জেলা জজ ও সমপর্যায়ের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কক্সবাজারের জেলা জজ মো. মোক্তার আহমেদকে জামালপুরের বিশেষ জজ, হবিগঞ্জের জেলা জজ কে এম জুলফিকার আলীকে জয়পুরহাটের জেলা জজ, পঞ্চগড়ের জেলা জজ মো. মাহবুবুল ইসলামকে হবিগঞ্জের জেলা জজ, ঝিনাইদহের জেলা জজ মুহাম্মদ মাহবুব-উল-হককে টাঙ্গাইলের জেলা জজ, সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফখরুদ্দিনকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত, ঢাকার বিশেষ জজ আদালত নম্বর-৮ এর বিশেষ জজ শামস-উল-আরেফিনকে রাঙ্গামাটির জেলা ও দায়রা জজ, জামালপুরের বিশেষ জজ মো. মোহসীন মোল্লাকে মাদারীপুরের জেলা জজ, রাজবাড়ীর জেলা জজ মাহমুদুল কবিরকে নীলফামারীর জেলা জজ, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদারকে কক্সবাজারের জেলা জজ এবং ময়মনসিংহের বিশেষ জজ হুমায়ুন কবিরকে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

যুগ্ম জেলা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা মো. রুস্তম আলীকে মাগুরার যুগ্ম-জেলা জজ, আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা সালাউদ্দিন মো. আকরামকে লালমনিরহাটের যুগ্ম-জেলা জজ, বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকারকে খুলনার যুগ্ম-জেলা জজ, পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁকে চট্টগ্রামের অর্থঋণ আদালতের জজ এবং ব্রাহ্মণবাড়ীয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা ফেরদৌসকে ঢাকার অর্থঋণ আদালতের জজ পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া চাঁদপুরের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আব্দুর রহমানকে যুগ্ম-জেলা জজ পদে পদোন্নতি দিয়ে ময়মনসিংহের যুগ্ম-জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর