thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কানস দাবা ফেস্টিভালে লিজার হার

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৯:২১:০২
কানস দাবা ফেস্টিভালে লিজার হার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফ্রান্সের কানস শহরে রবিবার থেকে শুরু হয়েছে ২৮তম কানস দাবা ফেস্টিভাল। এ প্রতিযোগিতার ওপেন বিভাগে বাংলাদেশের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজার শুরুটা ভালো হয়নি। তিনি ইতালির আন্তর্জাতিক মাস্টার বেলিয়া ফেবরিজিওর কাছে হেরে গেছেন।

এ ফেস্টিভালের ৩টি বিভাগ ওপেন এ, ওপেন বি এবং ওপেন সি এ প্রায় ৪০০ দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওপেন এ বিভাগে ২৪টি দেশের ১৮ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ১৯ জন আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন মহিলা মাস্টার অংশ নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর