thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘তরুণদের রোল মডেল দুর্নীতিবাজ তারেক রহমান’

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৯:৪৯:০১
‘তরুণদের রোল মডেল দুর্নীতিবাজ তারেক রহমান’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘আমরা ভাষা আন্দোলন, একাত্তর, স্বৈরাচার পতনের সময় সৃজনশীল, দেশপ্রেমিক, তরুণ রোল মডেলদের পেয়ে আন্দোলনে সফল হয়েছি। কিন্তু বর্তমানে তরুণদের রোল মডেল দুর্নীতিবাজ তারেক রহমান।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সোমবার বিকেলে ‘ভাষা আন্দোলন থেকে গণজাগরণ : তারুণ্যের উত্থান যুগে যুগে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মেনন বলেন, ‘শুধু প্রবীণ নেতৃত্বকে দোষ দিলে হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলতে পারছে না, অথচ এই সুযোগ নিয়ে ছাত্রশিবির, হিজবুত তাহরীর’র মতো মৌলবাদী সংগঠনগুলো মেধাবীদের দলে ভেড়াচ্ছে। যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য অশনি সংকেত।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে মেনন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নির্বাচন হয়, কর্মচারীদের নির্বাচন হয়, কিন্তু তরুণদের প্রতিনিধিত্বকারী নির্বাচন হয় না। ডাকসুসহ সকল ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে তরুণরা কেন সফল হচ্ছে না তার উত্তর নিজেদেরই খুঁজে বের করতে হবে।’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সেলিম মজহার, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর রুসমত।

ছাত্রমৈত্রীর ঢাকা মহানগর সভাপতি অর্ণব দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রমৈত্রীর ঢাবি শাখার সাধারণ সম্পাদক উন্মেষ রায়, সভাপতি মামুনসহ সংগঠনের নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/জেএইচ/একে/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর