thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পরওয়ারের অবৈধ সম্পদের খোঁজে খুলনায় দুদকের অভিযান

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৯:৫০:৫১
পরওয়ারের অবৈধ সম্পদের খোঁজে খুলনায় দুদকের অভিযান

দ্য রিপোর্ট প্রতিবেদক : খুলনা-৫ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে খুলনায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জামায়াতের এ নেতার অবৈধ সম্পদের খোঁজ নিতে সরেজমিনে গিয়ে এ অনুসন্ধান করছেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। রবিবার তিনি খুলনায় পৌঁছেছেন। পৌঁছানোর পরপরই অভিযান শুরু করেছেন তিনি। কমিশনের এ অনুসন্ধানকারী কর্মকর্তা দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ আহমেদ পাটোয়ারী দ্য রিপোর্টকে জানান, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সম্পদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যাবতীয় তথ্য সংগ্রহ করতে আরও তিন-চার দিন লাগতে পারে। তার সম্পদের সঙ্গে সম্পৃক্তদের জিজ্ঞাসাবাদও করা হবে। এ ছাড়া নবম সংসদ নির্বাচনে তার প্রদেয় হলফনামা রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করা হবে।

গত ২৯ জানুয়ারি গোলাম পরওয়ারসহ তিনজনের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এ ছাড়া নবম সংসদের আরও সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ব্যাপারে ইতোমধ্যেই অনুসন্ধান শুরু করেছে দুদক। এদের মধ্যে পাঁচজন দশম সংসদের সদস্যও রয়েছেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর