thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

শিক্ষা প্রতিষ্ঠানে হবে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্নার

২০১৩ নভেম্বর ০৭ ১১:০৪:৫০
শিক্ষা প্রতিষ্ঠানে হবে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্নার

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে একটি বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্নার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের অনুরোধের প্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে মাউশি। উদ্ভিদ কর্নার গড়ে তোলার জন্য ওই চিঠিতে বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে মাউশি।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহমিদা খাতুন দিরিপোর্ট২৪ ডটকমকে বলেন, বিপন্ন উদ্ভিদ রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। এ বিষয়ে বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশন আমাদের সহযোগিতা চেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিপন্ন উদ্ভিদ কর্নার করতে পদক্ষেপ নেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছি আমরা।

চিঠিতে বলা হয়, আমাদের দেশ জীববৈচিত্রে অত্যন্ত সমৃদ্ধ। এদেশে রয়েছে প্রায় ছয় হাজার প্রজাতির নানা ধরনের উদ্ভিদ। কিন্তু এরমধ্যে প্রায় দুই শতাধিক প্রজাতির উদ্ভিদ বিপন্ন ও বিলুপ্তির পথে। আমরা যদি এখনই উদ্যোগী না হই তবে অচিরেই এ সকল বিপন্ন উদ্ভিদ প্রজাতি চিরকালের মতো হারিয়ে যাবে। ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব এবং প্রাকৃতিক ভারসম্য বিনষ্ট হবে। মূলত মানুষের অসচেতনতা ও বন ধ্বংসের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসম্য রক্ষাকারী এ নিয়ামকসমূহ রক্ষা করা অতি জরুরি। প্রতিটি শিক্ষাঙ্গনের শিক্ষার্থী-শিক্ষকদের উদ্বুদ্ধ করে ও সম্পৃক্ত করে শিক্ষাঙ্গনগুলোতে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্নার গড়ে তোলা যেতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে দেশের বিপন্ন উদ্ভিদসমূহ রোপনসহ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়েছে মাউশির সহকারী পরিচালক এটিএম আল ফাত্তাহ স্বাক্ষরিত ওই চিঠিতে।

চিঠিটি গত ৪ নভেম্বর বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নজরুল ইসলাম খান, সকল অধ্যক্ষ, সকল আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়।

(দিরিপোর্ট২৪/আরএমএম/জেএম/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর