thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের তদন্তে অসন্তুষ্ট জাতিসংঘ

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২০:৩১:৩৯
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের তদন্তে অসন্তুষ্ট জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর পুলিশের চালানো হত্যাযজ্ঞে দেশটির সরকারের তদন্তে অসন্তুষ্টি প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। একইসঙ্গে সংস্থাটি এ ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। খবর মিয়ানমার টাইমসের।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিশেষ দূত টমাস কুইন্টানা বলেন, মিয়ানমার সরকার জানিয়েছে ১৩-১৪ জানুয়ারি মংডু’র দু চি ইয়ার তান গ্রামে রোহিঙ্গা মুসলিমদের ওপর পুলিশের অভিযানে কোনো লোক নিহত হয়নি। অথচ জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছেই এ বিষয়ের তথ্য-প্রমাণ রয়েছে।

ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৯ তারিখে জাতিসংঘ দূত বলেছিলেন, ‘পুলিশের বিরুদ্ধে নারী-পুরুষ, শিশুদের নির্মমভাবে হত্যার অভিযোগ রয়েছে। একইসঙ্গে নারীর ওপর যৌন নির্যাতন, সম্পদ লুট ও ধ্বংসের অভিযোগও রয়েছে।’

তিনি বলেন, ‘এই গুরুতর অভিযোগের ব্যাপারে অভ্যন্তরীণ তদন্তের ফলাফল সন্তোষজনক নয়।’

এদিকে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার অভিযোগের প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ইউ থেইন সেইন মিয়ানমার মানবাধিকার কমিশন ও দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের এ ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছেন।

কুইন্টানা জানান, ‍তিনি কমিশনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তবে প্রতিবেদন যদি আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে তিনি বিশ্বাসযোগ্য তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে নির্দেশ দেবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এর আগে মধ্য জানুয়ারিতে একজন পুলিশ সার্জেন্টকে খুঁজতে পুলিশ ও বৌদ্ধ অধিবাসীরা মিলে মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত একটি গ্রামে অভিযান চালায়। এ অভিযানে ৫০ জনেরও বেশি লোককে হত্যা, ধর্ষণ, লুটপাট ও বাড়ি-ঘর ধ্বংসের অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, দেশেটিতে ২০১২ সাল থেকে চলমান বৌদ্ধ-রোহিঙ্গা মুসলিম দাঙ্গায় বহু সংখ্যক রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সরকারের সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/জেএম/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর