thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

এবার জবির ৪ কর্মকর্তাকে পেটাল পুলিশ

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২০:৩৫:১৩
এবার জবির ৪ কর্মকর্তাকে পেটাল পুলিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের পর এবার কর্মকর্তাদের পেটাল পুলিশ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননবন্ধন শেষে ফেরার পথে সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর পল্টন মোড়ে পুলিশের মারধরের শিকার হন তারা।

মারধরের শিকার কর্মকর্তারা হলেন- হেদায়াত উল্লাহ, হিমাদ্রী শেখর মণ্ডল,অপূর্ব কুমার সাহা ও সঞ্জয় কুমার পাল। গুরুতর আহতাবস্থায় তাদের বিশ্ববিদ্যালয়ের পাশে সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা সাইফুর ইসলাম বলেন, ‘মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মারধর করে।’ মানববন্ধনে অংশ নেওয়ায় ওই কর্মকর্তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তথ্য কর্মকর্তা।

এদিকে কর্মকর্তাদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি।

(দ্য রিপোর্ট/এলআরএস/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর