thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২০:৫২:৩৮
বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টসহ সীমান্তের বৈধ পথ দিয়ে যাতে ছিনতাই হওয়া জঙ্গীরা ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জন্যে চেকপোস্ট ইমিগ্রেশন ও যশোর সীমান্তে অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, ময়মনসিংহের ত্রিশালে পুলিশ প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে ৩ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বেনাপোলসহ যশোরের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। নিরাপত্তা বৃদ্ধিসহ সীমান্ত সুরক্ষায় বিজিবি রয়েছে সতর্কবস্থায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তিন জঙ্গী ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী এলার্ট জারি করেছে প্রশাসন। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। পাসপোর্টযাত্রীর চেহারার সঙ্গে ছবি মিলিয়ে যাত্রীকে ভারত গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

এ দিকে রবিবার বাংলাদেশ এসএস ইমিগ্রেশনের ডিআইজি আমিনুর রহমান চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর