thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

‘নেতাকর্মীদের গ্রেফতার বিরোধীদলের ওপর ক্র্যাক ডাউন’

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২১:১৩:২৪
‘নেতাকর্মীদের গ্রেফতার বিরোধীদলের ওপর ক্র্যাক ডাউন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনা প্রমাণ করে এটা সরকার কর্তৃক বিরোধী দলের প্রতি একটা ক্র্যাক ডাউন।’

সোমবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এ সব কথা বলেন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের অনাচার আর অপকীর্তির মাত্রা ছাড়িয়েছে। তারা মনে করে-বিরোধী দলগুলোর ওপর স্টিমরোলার চালিয়ে তাদের নিঃশেষ করতে পারলেই ক্ষমতায় টিকে থাকা নিশ্চিত হবে।’

ফখরুল আলমগীর বলেন, ‘অবৈধ এ সরকারের মাধ্যমে সারাদেশ রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে। স্বস্তি ও শান্তির বদলে সরকার খুনের সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে।’

মির্জা ফখরুল হুঁশিয়ারি জানিয়ে বলেন, ‘গণবিচ্ছিন্ন সরকারের পায়ের তলায় মাটি নেই। রাষ্ট্র পরিচালনার কোনো বৈধ অধিকার তাদের নেই। দেশ শাসনেও এদের কোনো আইনগত ভিত্তি নেই। প্রধানমন্ত্রী যদি গণতন্ত্রের পথে না চলেন, জনগণের ইচ্ছাকে মূল্য না দেন, বিরোধীদলের নেতাকর্মীদের নির্মুল করার পন্থা বন্ধ না করেন, তাহলে তাঁর একগুঁয়েমির কারণে অবশ্যই রাজনীতির ময়দান শান্ত, নিরাপদ ও সুখময় থাকবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে দলের যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন, রাজশাহী সিটি বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খানসহ সারাদেশের গ্রেফতারকৃত নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও তাদের মুক্তি দাবি করেন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/একে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর