thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মিয়ানমারে সংবিধান পরিবর্তনে সেনাবাহিনীর ভেটো বাতিল!

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২১:১৮:১০
মিয়ানমারে সংবিধান পরিবর্তনে সেনাবাহিনীর ভেটো বাতিল!

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের সংবিধানে যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে ভেটো প্রদান করতে পারে দেশটির সেনাবাহিনী। এবার তাদের সেই ক্ষমতা বন্ধে উদ্যোগ নেবে নতুন সাংবিধানিক কমিটি।

ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা ও সাংবিধানিক কমিটির সেক্রেটারি ইউ এই মৌক মিয়ানমার টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তবে নতুন কমিটির জন্য এ বিষয়টি সহজ হবে না বলেও জানিয়েছেন তিনি। কারণ, ওই ৪৩৬ নম্বর ধারাটি পরিবর্তন করতে হলে ৭৫ শতাংশ সংসদ সদস্যের ভোট দরকার। কিন্তু দেশটির সংসদের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর দখলে। তাই এ বিধানটি পাশ করতে হলে বাকি সকল সদস্যেরই ভোট দরকার।

মৌক জানান, সকল সদস্যদের ভোট নিশ্চিত করতে কমিটি সকল সংসদ সদস্য ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে।

এদিকে গত ১৬ ফেব্রুয়ারি দেশটির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৩৬ নং ধারাটি পরিবর্তনে তাদের দল সহযোগিতা করবে।

এর আগে গত সপ্তাহে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচিও এ ধারাটি পরিবর্তনের কথা বলেছিলেন।

প্রসঙ্গত, দেশটিতে গত কয়েক বছর ধরে সেনাশাসন চলছে।

(দ্য রিপোর্ট/এসকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর