thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২১:৫২:০৮
রাজশাহীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

রাজশাহী অফিস : রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অটোরিকশা ও প্রাইভেটকার ভাঙচুর করে। সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে বলেন, ছাত্রদল নেতাকর্মীরা হঠাৎ রাজারহাতা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা ৪টি অটোরিকশা ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এদিকে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শকিফুল হক মিলনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও পথসভার ডাক দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল হুদার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সোমবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজশাহী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল হুদা জানান, মঙ্গলবার বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভার ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারির মধ্যে নেতাদের মুক্তি না দেওয়া হলে আরো শক্ত কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহীর লোকনাথ স্কুল মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে বোমা হামলার ঘটনায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার মারা যান। ওই রাতেই বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

মামলায় রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ ১৮ দলের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় গত ২০ জানুয়ারি হাইকোর্ট বিভাগের যৌথ বেঞ্চের বিচারপতি এনায়েতুর রহিম ও মোহাম্মদ উল্লাহ তাদের এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে ২৪ ফেব্রুয়ারি নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সোমবার দুপুরে এ মামলায় রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিবসহ ৩৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর