thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জাতীয় দলে ৩ নতুন মুখ

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২২:০১:৩৭
জাতীয় দলে ৩ নতুন মুখ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের বিপক্ষে ৫ মার্চ ফিফা প্রীতিম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। গোয়ায় অনুষ্ঠিতব্য এ ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ দলে জায়গা পেয়েছেন ৩ নতুন মুখ। স্ট্রাইকার রুবেল মিয়া, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট ও ডিফেন্ডার টুটুল হোসেন বাদশাকে এ দলে রেখেছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। এ ৩ জনই গত সেপ্টেম্বরে রেনে কোস্টারের অধীনে ইরাকে এএফসি অনুর্ধ্ব-১৯ বাছাইপর্ব খেলেছেন।

সর্বশেষ জাতীয় দল থেকে বাদ পড়েছেন ওয়ালী ফয়সাল, আরিফুল হক, ওমর ফারুক বাবু, শাখাওয়াত রনি ও ওয়াহেদ আহমেদ। এ দলে রয়েছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া। নাসিরের নেতৃত্বাধীন রক্ষণভাগ সামলাতে ডাকা হয়েছে রায়হান হাসান, ইয়াসিন খান, তপু বর্মণ, ইয়ামিন মুন্না ও দিদারুলকে। আতিকুর রহমান মিশু ও লিঙ্কনও রয়েছেন। মধ্যমাঠে থাকছেন জাহিদ হোসেন, মামুনুল, সোহেল রানার সঙ্গে তৌহিদুল। মিডফিল্ডের জন্য ডাকা হয়েছে জুয়েল রানাকে ও ইমন বাবুকে। স্ট্রাইকার হিসেবে রয়েছেন আমিনুর রহমান সজিব শাহেদুল, এমিলি, তকলিস আলম ও মিঠুন চৌধুরী। এছাড়া গোলরক্ষক বিপ্লব, হিমেল, মামুন খান ও শহিদুল আলম সোহেল ডাক পেয়েছেন প্রাথমিক দলে।

(দ্য রিপোর্ট/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর