thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

জিপির অ্যাম্বাসাডর মুশফিক-তামিম-নাসির

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২২:০৩:৩২
জিপির অ্যাম্বাসাডর মুশফিক-তামিম-নাসির

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় দলের ক্রিকেটাররা একের পর এক কর্পোরেট হাউজের ব্রান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। এরই ধারাবাহিকতায় এশিয়া কাপ শুরুর আগের গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিক, তামিম ও নাসির। জাতীয় দলের এ ৩ ক্রিকেটার গ্রামীণফোনের ‘ইন্টারনেট ফর অল’ উদ্যোগের প্রচারনা চালাবেন।

ঢাকার এক স্থানীয় হোটেলে গ্রামীণফোন তাদের পরিচয় করিয়ে দিয়েছে। মুশফিক ও তামিম উপস্থিত থাকলেও ব্যাক্তিগত কারণে নাসির হোসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। গ্রামীণফোনের চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেছেন, ‘আমাদের বিশ্বাস ক্রিকেটের মতো মোবাইল ইন্টারনেট ব্যাক্তি এবং সমাজের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। এ দেশের ক্রিকেটাররা আমাদের বৈশ্বিক পর্যায়ে নিয়ে গেছেন, একই ভাবে ইন্টারনেটের সঠিক ব্যবহার বৈশ্বিক আমাদের অংশগ্রহন নিশ্চিত করতে পারে। তাই আমরা মনে করি মুশফিক-তামিম-নাসির ইন্টারনেট ফর অল এর সবচেয়ে ভালো শুভেচ্ছা দূত হতে পারেন।’

২ বছরের জন্য গ্রামীণফোন এ ৩ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে। ইন্টারনেট মানেই তো গতি। সেই গতি কি দলের মধ্যে বিদ্যমান আছে? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘এশিয়া কাপ একটি বড় আসর। এখানে আশা করছি আমাদের সেই আগের গতি ফিরে পাব ‘ গ্রামীণফোন নিয়ে তিনি আরো বলেছেন, গ্রামীণফোনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। এর আগে আমরা বেশকিছু ম্যাচ ও সিরিজ জিতেছিলাম। আশাকরি সামনের দিনগুলো গ্রামীণফোনের সঙ্গে ভালো সময় কাটবে।’

তামিম বলেছেন, ‘আমি খুবই গর্বিত। দীর্ঘদিন গ্রামীণফোন ক্রিকেটের সঙ্গে ছিল। এখন আবারো আমরা গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হয়েছি। গ্রামীণফোনের ইন্টারনেট সম্পর্কে সারাবিশ্বের সবারই জানা। আমি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। ওই সময়টা আমি গ্রামীণফোনের ইন্টারনেটেই খেলা দেখব।’

তামিম এশিয়া কাপ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের ভালো একটা শুরু খুব দরকার। গত এশিয়া কাপ অল্পের জন্য মিস করলেও এবার সুযোগাটি কাজে লাগাতে চাই।’ সর্বশেষ তিনি গ্রামীণফোন নিয়ে দারুন অভিব্যাক্তি ব্যাক্ত করে তার বক্তব্য শেষ করেন।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর