thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ধারাভাষ্যকার সমিতির মিন্টু সভাপতি ও জাফরউল্লাহ মহাসচিব

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২২:১২:৫৪
ধারাভাষ্যকার সমিতির মিন্টু সভাপতি ও জাফরউল্লাহ মহাসচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রীড়াপ্রেমীরা মাঠে না গিয়ে; টিভির পর্দায় চোখ না রেখেও খেলা উপভোগ করেন ধারাভাষ্যের মাধ্যমে। ক্রমাগতই পেশাদারিত্বে পরিণত হচ্ছে ধারাভাষ্য। তাই গঠিত হয়েছে বাংলাদেশ ক্রীড়া ধারাভাষ্যকার সমিতিও। সেই সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সভায় সর্বসম্মতিক্রমে মঞ্জুর হাসান মিন্টুকে সভাপতি, আতহার আলী খানকে সিনিয়র সহসভাপতি এবং চৌধুরী জাফরউল্লাহ শারাফাতকে মহাসচিব পদে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, নাঈমুর রহমান দুর্জয়, এনামুল হক মনিকে এই সমিতির নির্বাহী সদস্যপদ দেওয়া হয়েছে।

শফিকুল হক হীরা, জাবেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, ইশতিয়াক আহমেদ, তারেজ আজিজ, হান্নান সরকার, সেলিম শাহেদ, কায়সার হামিদ, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, শেখ মোহাম্মদ আসলাম, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও আমিনুল হককে সদস্য নির্বাচন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/এএল/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর