thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

এশিয়া কাপ ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২২:১৭:১২
এশিয়া কাপ ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন

দ্য রিপোর্ট প্রতিবেদক : উপমাহাদেশের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫টি দল। নতুন দল হিসেবে যোগ হয়েছে আফগানিস্তান। সোমবার সন্ধ্যায় ঢাকার এক স্থানীয় হোটেলে ট্রফি উন্মোচিত হয়। ৫ দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিরাট কোহলি, মিজবাহ-উল-হক, মোহাম্মদ নবি ও অ্যাঞ্জেলো ম্যাথুস ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক। ছিলেন এরাইজ কোম্পানির এমডি অভিনাশ জেইন, সাইকেল পিউর আগরবাত্তির ম্যানেজিং ডিরেক্টর অরঞ্জুন রাঙ্গা ও বিক্রম তালুকদার।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আশারাফুল হক বলেছেন, ‘১২তম এশিয়া কাপ হচ্ছে বাংলাদেশে। আমি আশা করি প্রতিটি দল তাদের সেরা খেলাটা দেয়ার চেষ্টা করবে। উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুশি। গতবছর বাংলাদেশ রানার আপ হয়েছে। আর পাকিস্তান চ্যাম্পিয়ান হয়েছে। এ বছর সকল দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন রইল।’

(দ্য রিপোর্ট/আরআই/এএস/এএল/ফেব্রয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর