thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

উচ্চ আদালতে বিচারক নিয়োগে শ্রম প্রতিমন্ত্রীর প্রস্তাব

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২২:৪২:২১
উচ্চ আদালতে বিচারক নিয়োগে শ্রম প্রতিমন্ত্রীর প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক : উচ্চ আদালতে বিচারক নিয়োগ পদ্ধতি পরিবর্তনের কথা বললেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তার মতে, বর্তমান যে পদ্ধতিতে বিচারক নিয়োগ দেওয়া হয় তা ঠিক নয়, এটির পরিবর্তন দরকার। বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের কমিশন গঠনেরও প্রস্তাব করেন তিনি।

রাজধানীর দৈনিক বাংলামোড়ে সোমবার বিকেলে শ্রম ভবনে লেবার কোর্ট বার এসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ প্রস্তাব দেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘বর্তমান নিয়োগ পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতায় সর্বক্ষেত্রে তৃতীয় বিভাগ পেয়েছেন তারাও বিচারক হচ্ছেন। বিচারক হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তৃতীয় বিভাগ তো নয়ই, বরং অনার্স ও মাস্টার্স থাকা আবশ্যকীয় করা উচিত। এ ছাড়া জাজ (বিচারক) হওয়ার পূর্ব শর্ত হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা, মামলা পরিচালনার অভিজ্ঞতাসহ নানা দিক দেখা উচিত।’

তার মতে, প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিশন থাকবে। সুপ্রিম কোর্টে একাধিক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সাত সদস্যের সমন্বয়ে এ কমিশন গঠিত হবে। তারা যোগ্যতা অনুসারে পরীক্ষার মাধ্যমে বিচারক নিয়োগ দিবেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে একটি বিল আমি পার্লামেন্টে এনেছিলাম। কিন্তু পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ায় বিলটিও মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘হরতাল নিয়ে জনস্বার্থ আইন বিল সংসদে এনেছিলাম। সবাই তখন বললেন- ‘খুব ভালো প্রস্তাব। কিন্তু তা-ও আটকে গেল। তবে আমার একটি বিল সংসদে পাস হয়েছে। তা হলো- পিতা-মাতা ভরণপোষণ আইন। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তবে এ বিলে আমি যা যা প্রস্তাব রেখেছিলাম তার অনেক কিছুরই পরিবর্তন করে আইন পাস হয়েছে।’

লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সানাওর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা, তৃতীয় শ্রম আদালতের বিচারক মনিরুজ্জামান, প্রথম শ্রম আদালতের বিচারক মিয়া মো. শরীফ, দ্বিতীয় শ্রম আদালতের বিচারক মাহবুবুর রহমান, শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য নুরুন নাহার ওসমানী, লেবার বারের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইলসহ অনেকে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএ/একে/এএল/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর