thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

চাঁদনী চকে আগুনে পুড়ে গেছে ২টি দোকান

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২৩:০৩:৩২ ২০১৪ ফেব্রুয়ারি ২৫ ০১:১০:০০
চাঁদনী চকে আগুনে পুড়ে গেছে ২টি দোকান

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর চাঁদনী চক মার্কেটে সোমবার রাতে আগুন লেগে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

আগুন নিয়ন্ত্রণে আনার সময় ধোঁয়ার কুণ্ডলীতে ফায়ার সার্ভিসের ঢাকা জেলার সহকারী পরিচালক রফিকুল ইসলাম আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আর কেউ আহত হননি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১১টার দিকে মার্কেটের ৬ নাম্বার বিল্ডিংয়ের তৃতীয় তলার সুরুচি লেডিস টেইলার্সের আয়রন মেশিন বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে সুরুচি ও সুগন্ধা নামের পাশাপাশি অবস্থিত দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবদুস সালাম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘দোকানে সিনথেটিক কাপড় থাকায় অগ্নিকাণ্ডে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আয়রন মেশিন বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মূহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। তদন্ত করে তা নিরূপণ করা হবে।’

আবদুল সালাম টুটুল নামের স্থানীয় এক ব্যবসায়ী দ্য রিপোর্টকে জানান, ‘আগুনে দোকান দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দুটি দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ক্ষতিগ্রস্ত দোকনের পার্শ্ববর্তী সুশ্রী নামের একটি দোকানের ব্যবসায়ী মো. হাসান বলেন, ‘তৃতীয় তলায় অবস্থিত দুটি দোকানেরই মালিক মো. মজিবুর রহমান। তবে ভাড়া নিয়ে সুরুচি লেডিস টেইলার্স চালাচ্ছিলেন মো. মনির। আর সুগন্ধা মো. নজরুল। দুটি দোকানেই বোরকার কাপড় ছিল। পাশাপাশি অন্য কাপড়ও বিক্রি করা হতো। দোকান দুটিতে ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল ছিল।’

আগ্নিকাণ্ডের পর নিরাপত্তার দায়িত্বে থাকা নিউমার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করে দ্য রিপোর্টকে জানান, ‘দুটিই টেইলার্সের দোকান। আগুনে দুটি দোকানের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

(দ্য রিপোর্ট/এসআর-এএইচএ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর