thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল 25, ৯ বৈশাখ ১৪৩২,  ২৪ শাওয়াল 1446

যাত্রাবাড়ীতে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২৩:২৪:৫৭
যাত্রাবাড়ীতে যুবকের মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মাতুয়াইলের একটি বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাতুয়াইল থেকে সোমবার বিকেল সাড়ে তিনটায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য রিপোর্টকে জানান, ওই বাসায় যুবকটি চলতি মাসেই ওঠেন। পরে কয়েকদিন ধরে বাসাটি তালাবদ্ধ ছিল। বাসা থেকে সোমবার গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সাড়ে তিনটার দিকে পুলিশ বাসার তালা ভেঙে ভিতরে ঢুকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। তাকে হত্যার পর খুনিরা বাসায় তালা দিয়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএইচও/ এমডি/এএল/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর