thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

মেসির ম্যাচে দর্শক মিলান

২০১৩ নভেম্বর ০৭ ১১:৩৭:০১
মেসির ম্যাচে দর্শক মিলান

দিরিপোর্ট২৪ ডেস্ক : বেশ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষের কড়া পাহারায় বোতলবন্দী ছিলেন লিওনেল মেসি। খেলতে পারছিলেন না নিজের মতো। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মেসিকে রুখতে পারেনি ইতালির ক্লাব এসি মিলান। খেলায় জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন। তার ক্লাব জিতেছে ৩-১ গোলে।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আট গোল করে শীর্ষে। পর্তুগিজ উইঙ্গারের চেয়ে পিছিয়ে ছিলেন মেসি। এবার এক ম্যাচে ২ গোল করায় তার গোল সংখ্যা দাঁড়ালো ৬-এ। রোনালদোর চেয়ে এক ধাপ পেছনে তৃতীয় স্থানে আছেন মেসি। আর ৭ গোল করে দ্বিতীয় স্থানে পিএসজির ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।

ন্যু কাম্পে সফরকারী এসি মিলান কোনো গোল করতে পারেনি। তবে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে পিকের আত্মঘাতী গোলের কল্যাণে জালের ঠিকানা খোঁজে পেয়েছে তারা। ম্যাচের এই অংশটুকু বাদে আর কোথাও খোঁজে পাওয়া যায়নি মিলানকে।

মূলত মেসির ম্যাচে অসহায় ছিলেন মিলানের খেলোয়াড়রা। গোল খরায় থাকা মেসির স্পট কিক থেকে প্রথমার্ধে এগিয়ে যায় বার্সা। এই অর্ধে ব্যবধান দ্বিগুণ করেন বুসকেটস।

বিরতির পর দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। বন্ধু ফ্যাব্রিগাসের পাস থেকে গোল করেন টানা ৩ বার ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা মেসি। ‘এইচ’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। ৫ পয়েন্ট কম নিয়ে পরের স্থানে মিলান।

এদিকে ইংলিশ ক্লাব চেলসি ৩-০ জার্মানির শালকে জিরো ফোরকে এবং আর্সেনাল (ইংলিশ ক্লাব) ১-০ ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডকে (জার্মানি) পরাজিত করেছে।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর