thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাবনায় শিশুহত্যা, আটক ১

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ০১:০৪:০৬
পাবনায় শিশুহত্যা, আটক ১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রাহিম (৭) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় হত্যাকারী রাসেল (২২) কে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাহিম ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর গ্রামের জগলু শাহ’র ছেলে। সে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণীর ছাত্র ছিল। আটক রাসেল রহিমপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার মানিকনগর গ্রামের জনৈক রশিদ প্রামানিকের লিচুবাগান থেকে শিশু রাহিমের গলা কাটা লাশ উদ্ধার ও হত্যার সঙ্গে জড়িত রাসেলকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, রহিমপুর গ্রামের আসাদুলের ছেলে রাসেল মহাদেবপুর গ্রামের জনৈক বিশু শাহ’র বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করত। সোমবার বিকেলে মাঠে ঘাস কাটতে যাবার কথা বলে পাশের বাড়ির শিশু রাহিমকে ফুঁসলিয়ে নিয়ে যায় রাসেল। সন্ধ্যার পর রাহিমের বাবা-মা ও স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে রাসেলকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে রাহিমকে হত্যার কথা স্বীকার করে এবং লিচুবাগানে তার লাশ আছে বলে জানায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ রাসেলকে আটক করে তাকে নিয়ে ওই লিচুবাগান থেকে শিশু রাহিমের লাশ উদ্ধার করে।

হত্যার কারণ হিসেবে ওসি বিমান কুমার জানান, মাঠের মধ্যে নিয়ে শিশুটিকে বলাৎকার করে রাসেল। এ ঘটনা রাহিম তার বাবা মাকে বলে দেবে বলে জানায়। বিষয়টি জানাজানি হবার ভয়ে রাসেল ক্ষুব্ধ হয়ে রাহিমের গলা কেটে হত্যা করে। আর এ কথা পুলিশের কাছে স্বীকার করেছে হত্যাকারী রাসেল।

এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি বিমান কুমার।

(দ্য রিপোর্ট/ এসআর/ এমডি/এএল/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর